চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অদ্য ২৭.১০.২০২২ তারিখ সকাল ৯টা ৩০ মিনিটের সময় কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণের ২০২২ সালের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অত্র জেলায় বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষায় সভাপতির দ্বায়িত্ব পালন করেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর, আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন, চুয়াডাঙ্গা।
উক্ত বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষায় কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৩০ জন এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ১১ জন পুলিশ সদস্যদের প্যারেড পরীক্ষা গ্রহণ করেন।
এ জাতীয় আরো খবর ....