নড়াইলে শিক্ষক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে নড়াইল শহরের কুড়িগ্রাম সুলতান মঞ্চ চত্বর হতে র্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। এ র্যালিতে জেলার বিভিন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকরা অংশগ্রহনকরেন। র্যালি শেষে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ’র অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার ছাইয়েদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা পারভীন, শাহাবাদ মাজিদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হুসাইন, আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তাকিবুর রহমান, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, সিনিয়র প্রভাষক শেক আকিদুল ইসলাম, অজিত বিশ্বাস,প্রধান শিক্ষক পুন্ডরিক বিশ্বাস,সুপার কেএম আফছার হোসেন প্রমুখ।