বৃহস্পতিবার ২৭ অক্টোবর মৌলভীবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কনস্টবল ও নায়েক হতে এএসআই এবং এএসআই থেকে এসআই পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে কনস্টেবল ও নায়েক হতে এএসআই এবং এএসআই থেকে এসআই পদের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২২ এর সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ সুপার পরীক্ষা পরিচালনা কমিটিসহ বিধি মোতাবেক পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা নিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,সুদর্শন কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মৌলভীবাজার, জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল, সিলেট, মোঃ আব্দুল হান্নান,আরআই, পুলিশ লাইন, মৌলভীবাজার ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকৃত পরীক্ষার্থীসহ বিভিন্ন পদবির ড্রিল প্রশিক্ষকগন।