শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার কেরানীগঞ্জে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি পালন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার অফিস পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সরকারি ইস্পাহানি কলেজের অধ্যক্ষ রওশনারা বেগম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল, অধ্যক্ষ লিয়াকত আলী, অধ্যাপক প্রদিপ হালদার ও কেরানীগঞ্জ কিন্ডার গার্ডেন আঞ্চলিক শাখার সভাপতি খলিলুর রহমান সহ অনেকে। এ সময় বক্তারা শিক্ষকদের মর্যাদা, ছাত্র-শিক্ষক সম্পর্ক এবং দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।