‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মা সমাবেশ ও মিড ডে মিল অদ্য ২৬.১০.২০২২ খ্রিঃ তারিখ বেলা ১১টা ৩০ মিনিটে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মা সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ্ আল-মামুন পুলিশ সুপার চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার সদর, চুয়াডাঙ্গা, মনিরুজ্জামান সোহেল সহ-সভাপতি পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় চুয়াডাঙ্গা, আব্দুস ছালাম প্রধান শিক্ষক পুলিশ লাইন্স সরকারী প্রাথমিক বিদ্যালয় চুয়াডাঙ্গা। এ সময় আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আরআই পুলিশ লাইন্স চুয়াডাঙ্গা আব্দুল বারেক, আরওআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তম কুমার কুন্ডু, উপজেলা শিক্ষা অফিসার, চুয়াডাঙ্গা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে মায়েদের ভুমিকা তুলে ধরেন।
এ জাতীয় আরো খবর ....