দর্শনা হরিশপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেনাদারের ধারালো অস্ত্রের কোপে পাওনাদার ইকবাল হোসেন (২৫) নামের এক ইজিবাইক চালক রক্তাক্ত জখম হয়েছে। বুধবার দুপুরের দিকে বাড়ির অদূরে এ রক্তাক্ত জখমের ঘটনা ঘটে। এতে পাওনাদার ইজিবাইক চালক ইকবাল হোসেন মারাত্বক ভাবে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযোগে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাকিব মিয়া (২০) প্রতিবেশী আবু বক্কর ছিদ্দিকের ছেলে ইজিবাইক চালক ইকবাল হোসেনের (২৫) নিকট হতে ২ দিনের কথা বলে এক সপ্তাহ পূর্বে সাড়ে ৫ শত টাকা ধার নেয়। ধার নেওয়া টাকা দেওয়ার সময় অতিবাহিত হলে রাকিব মিয়ার নেওয়া পাওনা টাকা চায় ইকবাল হোসেন। এ টাকা চাওয়া নিয়ে দেনাদার ও পাওনাদারের মধ্যে কথা-কাটাকাটি সৃস্টি হয়। এতে দেনাদার রাকিব মিয়া ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে ধারালো অস্ত্র হ্যাসুয়া নিয়ে পিতা মঈন উদ্দিন ও দাদা মতিয়ার রহমান সহ কয়েকজনকে সাথে নিয়ে সঙ্গবদ্ধ হয়ে বাড়ির সামনে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। এর কিছক্ষণ পর ইকবাল হোসেন ইউনিয়নের কোটালী বাজার অভিমূখ হতে ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে তার পথ গতিরোধ করে ধারালো অস্ত্র হ্যাসুয়া দিয়ে এ্যালোপাতারী ভাবে কোপাতে থাকে। এতে ইকবালের ডানপায়ে একটি কোপ লেগে রক্তাক্ত জখম হয়। ফলে স্থানীয় ও পরিবারের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইকবালের পরিবার।।