আলমডাঙ্গা কারিমিয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে দারুস সালাম চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান মেহমান ছিলেন চরমোনাই শায়েখ নায়েবে আমির মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম। বিশেষ মেহমান ছিলেন কুষ্টিয়ার আলহাজ্ব হযরত মাওলানা ইউনুচ আলী, ভেদামারি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ আমিনুল হক, শরিফুল ইসলাম ও আলহাজ্ব মীর শফিকুল ইসলাম। সার্বিক দায়িত্বে ছিলেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম। ওয়াজ মাহফিল কয়েক হাজার চরমোনাইয়ের মুরিদান সহ এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।