আলমডাঙ্গায় ২০ কেজি ওজনের গাঁজার গাছসহ শিলন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার বিকেল ৪টার তাকে আলমডাঙ্গা থানার ভোগাইল বোগাদী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী শিলন আলী আলমাঙ্গা উপজেলার ভোগাইল বোগাদী গ্রামের ফজলুর রহমানের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার চাষ করতেন। নিজের পান বরজে গাঁজার গাছ লাগিয়ে গাজা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইউসুফ বড় গাংনী তদন্ত কেন্দ্রের আইসি সঙ্গীয় ফোর্স সহ ভোগাইল বগাদী মাঠে পান বরজে পুলিশ অভিযান চালায়।
এ সময় ২০ কেজি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।