আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সার্বিক দিক-নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মো: হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঁঝাঁডাঙ্গা বাগানপাড়া গ্রামস্থ আমির হোসেনের বসতবাড়ির উঠান হতে ২৫.১০.২০২২ খ্রিঃ তারিখ ৭ টা ৫ মিনিটের সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৪ বোতল ফেন্সিডিলসহ আসামি ১। মোঃ আমির হোসেন (৪২), পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-ঝাঁঝাঁডাঙ্গা বাগান পাড়া, থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা, ২। মোঃ বাইজিদ আহমেদ (৩০), পিতা-মৃত আবুল কালাম আজাদ, সাং-কলাবাড়ি রামনগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।