গতকাল বিকাল সাড়ে তিনটার সময় আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের ২য় অফ লাইন মিট আপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক হোসাইন উপজেলা এম্বাসেডর জান্নাতুল ফেরদৌস ঊষা, উপজেলা এম্বাসেডর কমিউনিটি ভলেন্টিয়ার হেলেন আক্তার কামনা, আর. এ.তামান্না লাইভ সাপোর্ট টিম মেম্বার,এছাড়াও উপস্থিত ছিলেন এহসাহনুল কবির রিপন,কুহেলী বিউটি পার্লার এর স্বত্বাধিকারী সপনা, জান্নাতুল ফেরদৌস পিংকি,নাহিদা আহমেদ,উম্মে হাবিবা, রমিশা জাহান তানিয়া,দিলারা নাজনীন,রাকিব হাসান জাননবী,সাদিকুর রহমান রূপক,সাইয়েদ আহমেদ,আরিফ আহাম্মেদ ডিস্ট্রিক্ট এম্বাসেডর,এছাড়াও চুয়াডাঙ্গা থেকে উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান উপজেলা এম্বাসেডর সদর চুয়াডাঙ্গা,এস রায়হান উপজেলা এম্বাসেডর চুয়াডাঙ্গা,ফারহানা শিউলি উপজেলা এম্বাসেডর চুয়াডাঙ্গা,মামুন হোসেন। আজকের মিট আপ এ স্পন্সর করেছেন কাজী নাফিসা রাবিতা আজীবন সদস্য ও কাজী রাজন এম্বাসেডর জীবননগর ।