রাজশাহী জেলার বাঘায় থানা পুলিশ ৮ জন জুয়াড়িসহ ১০ জনকে আটক করেছে। রোববার (২৩-১০-২০২২) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর মধ্যে উপজেলার আলাইপুর ও হরিরামপুর এলাকায় জুয়া খেলা অবস্থায় মোট ৮ জনকে আটক করা হয়েছে ।
আটককৃতরা হলো উপজেলার আলাইপুর (মহাজনপাড়া) গ্রামের, মোঃ হান্নান মুন্সি (৪৫), পিতা-মৃত জলিল মন্ডল, মোঃ সুজন আলী (২৬), পিতা-মোঃ আকরাম আলী , হরিরামপুর (খান্দারপাড়া) গ্রামের মোঃ রাহাত আলী (৪০), পিতা-মৃত উম্মর আলী , মোঃ ইন্নাল আলী (৩৮), পিতা-মোঃ শামসুল হুদা , ভানুকর (চরপাড়া) গ্রামের মোঃ আব্বাস আলী (৩৩), পিতা-মৃত আব্দুল গফুর , মোঃ আতিকুর রহমান (২৬), পিতা-মৃত কাজিমুদ্দিন , আলাইপুর (মাদ্রাসা মোড়) গ্রামের , মোঃ রাশেদ আলী (৩৩), পিতা-মোঃ বিচ্ছাদ আলী ,গ্রাম- মোঃ শিমুল (৩০), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস ।
তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী হিসাবে সেট ডন পে¬ইং কার্ড (তাস) এবং নগদ তিন হাজার টাকা জব্দ করেন। পুলিশ জানায়,তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা মতে মামলা রজ্জু করা হয়েছে।
এছাড়াও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন সি.আর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং ০১ জন জি.আর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোমবার (২৪/১০/২০২২) গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।