চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক-এর নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) এসএম রায়হান, এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন নারায়নপুর সাকিনস্থ নারায়নপুর মোড়ে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সবুজ মন্ডল (২৬), পিতা-মোঃ আলাউদ্দিন মন্ডল, ২। মোঃ ইকবাল হোসেন (২৭), পিতা-মোঃ আলী আহম্মদ, উভয় সাং-গোয়ালপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে ইং-২৩/১০/২২ তারিখ ১২ টা ৫০ মিনিটের সময় ৮০ (আশি) বোতল ফেন্সিডিল এবং একটি পুরাতন ব্যবহৃত ছোট পিকআপ সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।