আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সকাল ১১ দিকে তিনি বধ্যভূমিতে পৌঁছালে আলমডাঙ্গা উপজেলা ও পোর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানান। পরে তিনি আলমডাঙ্গা বধ্যভূমি চত্বর ঘুরে ফিরে দেখেন এবং উন্নয়নের কাজে তদারকি করে সন্তোষ প্রকাশ করেন। সেই সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পোর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, সাবেক উপ প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য আয়নাল হক, কুমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টুটুল, সাবেক যুবলীগের সভাপতি আবু সিদ্দিক টগর, যুবলীগ নেতা সৈকত খান,;ছাত্রলীগ নেতা শাকিব, সজিব, অটল, বাদশা প্রমুখ।