প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন দফতরের কর্মকর্ত-কর্মচারী ও শিশু-কিশোরেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শেখ রাসেলের মেধাদীপ্ত, মানবিক ও দূরন্ত শৈশব সকল শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে প্রত্যয় ব্যক্ত করেন।