রাজশাহী জেলার বাগমারায় এক যুবক আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম সোহান খান (২৪)। সে উপজেলার মোহনগঞ্জ গ্রামের বাসিন্দা মোনায়েম খান এর ছেলে।
সোমবার ১৭ অক্টোবর সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে গ্যাসের ট্যাবলেট খায় সোহান খান। এ সময় গ্যাসের ট্যাবলেটের বিষক্রিয়ায় ছটফট করতে থাকে সোহান খান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে মারা যায় সোহান খান।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহান খান প্রায় এক মাস পূর্বে বিবাহ করে। তার স্ত্রী পরকীয়ার জের ধরিয়া প্রায় ১৫-২০ দিন পূর্বে অন্য ছেলের সাথে চলে যায়। নববিবাহিত স্ত্রী অন্যের সাথে চলে যাওয়ায় মনের ক্ষোভে আত্মহত্যার উদ্দেশ্যে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খান। রামেক হাসপাতাল রাজপাড়া থানার অর্ন্তগত হওয়ায় ময়না তদন্ত শেষে মরদেহ বাগমারায় পাঠানো হবে বলে জানান তারা।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পরিবারিক কলহের জের ধরে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর আসল ঘটনা।