তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মৌলভীবাজারে অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ ৫৩ হাজার টাকা ও ১৩ টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান- মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সড়কে গাছ ফেলে সিএনজি, মাইক্রোবাস থামিয়ে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল যাত্রী ও চালকদের হাত-পা বেঁধে, জখম করে টাকা ও মোবাইল লুণ্ঠন করে।
এ ঘটনায় আটক সাতজনের মধ্যে দুইজন তিনদিনের রিমান্ডে রয়েছে। ডাকাত দলে মোট ১৫ জন সদস্য রয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- বশির আহমেদ (৩৫), মো. আবুল হোসেন (৩৫), কইনুল ইসলাম (২৫), সবুজ মিয়া (৫০), লোকমান মিয়া (৩০), আব্দুল মালিক (২৮) ও আরিফ মিয়া (৪২)।
এদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, হবিগঞ্জের চুনারুঘাট, সুনামগঞ্জের দোয়ারাবাজার এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
উল্লেখ্য,গত ১৩ অক্টোবর হবিগঞ্জ জেলার বাহুবলের রশিদপুরে সড়ক ডাকাতির সাথেও তারা জড়িত ছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।