চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) শেখ মাহাবুবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন নারায়নপুর (সরকারপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ সাজ্জাদ হোসেন, পিতা-মোঃ রেজাউল করিম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ নুর আলম (২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-সদরপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ইং-১৬/১০/২২ তারিখ রাত্র ২০.৪৫ ঘটিকার সময় ৭০ বোতল ফেন্সিডিল এবং একটি TVS মোটর সাইকেলসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।