আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল তিনটার দিকে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গ্র্যান্ড ফাইনাল খেলা পোড়াদহ ওয়ানডার্স বনাম ভেড়ামারা স্পোর্টস একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পোড়াদহ ওয়ানডার্স ৪-১ গোলে ভেড়ামারা স্পোর্টস একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণের সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট আয়োজক উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র আলহাজ হাসান কাদের গণ, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী মুন্নুজা আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, একাত্তরের অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল ইসলাম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসানউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন,পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর প্যানেল মেয়র স্বপন, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, খেলার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার জেহাদী জুলফিকার টুটুল। আলোচনা সভা শেষে প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বিজয়ী পোড়াদহ ওয়ানডার্সকে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা ও রানার্স আপ ভেড়ামারা স্পোর্টস একাডেমিকে ট্রফি সহ ৩০ হাজার টাকা প্রদান করেন। খেলা দেখতে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। ফুটবল ফাইনাল খেলা রেফারির দায়িত্ব পালন করেন রাজু আহমেদ, পারভেজ আহমেদ, জুয়েল রানা, সোহাগ আলী ও ইউনুস আলী। খেলার ধারা বিবরণীতে ছিলেন হাফিজুর রহমান জীবন, হাসান,শামীম রেজা, আবুল কালাম আজাদ, নাঈমুর রহমান, খোরশেদ আলম, জামাল উদ্দিন ও এবি সিদ্দিক।