বিশ্বের ১ নাম্বার বিক্রিত ব্র্যান্ড এসি আই মটরস্ এর বার্ষিক সার্ভিস মতবিনিময় ও সোনালীকা ডেলিভারি উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাজারো ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এসি আই মটরস্ এর বার্ষিক সার্ভিস মতবিনিময় সভা ও সোনালীকা ক্রেতাদের হাতে ডেলিভারি উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়।
এসি আই মটরস্ খুলনা বিভাগের সিনিয়র রিজওনাল সেলস্ ম্যানেজার আব্দুল্লাহ্ আল-মামুন এর সভাপতিত্বে,
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন এ সি আই মটরস্ লিঃ এর ডাইরেক্টর সেলস্ আজম আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসি আই মটরস্ লিঃ এর এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার সেলিম সরকার, আরো উপস্থিত ছিলেন এসি আই মটরস্ এর চুয়াডাঙ্গা জেলার দুই শতাধিক ট্রাক্টর ক্রেতা, ইট ভাটা মালিক, ড্রাইভার ও এসি আই মটরস্ লিঃ এর সকল কর্মকর্তা কর্মচারি ও গণমাধ্যম কর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ২০০৭ সাল থেকে এসি আই মটরস্ বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে প্রধান ভূমিকা পালন করেছে।
এসি আই মটরস্ এর ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেশের তিন ভাগের এক ভাগ কৃষিজমি চাষ হচ্ছে, তিনি আরো বলেন এসি আই মটরস্ এর কৃষি যান্ত্রিকীকরণে যাত্রা শুরু হয় সোনালীকা ট্রাক্টর দিয়ে বর্তমানে সোনালীকার ২৩০০০ এর ও অধিক সন্তুষ্ট গ্রাহক রয়েছে। বিগত কয়েক বছর ধরে সোনালীকা ট্রাক্টর বাংলাদেশের ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে শীর্ষ স্থানে অবস্থান করছে। এই অর্জনের অন্যতম প্রধান কারণ এসিআই মটরস্ এর ছয় ঘন্টা সার্ভিসের নিশ্চয়তা যা নিশ্চিত করেছে গ্রাহক সন্তুষ্টি।
এ জাতীয় আরো খবর ....