মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজার হতে প্রাপ্ত হুইল চেয়ার, হেয়ারিং এইড ও সাদাছড়ি উপজেলার ১৪ জন প্রতিবন্ধির মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার, হেয়ারিং এইড ও সাদাছড়ি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজঘাট ইউনিয়নের ইউপি সদস্য
ও প্যানেল চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশীষ দেবনাথ নকুল ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।
এসব বিতরণকালে ১৩জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ১জনকে হেয়ারিং এইড এবং ১জনকে সাদাছড়ি প্রদান করা হয়েছে।