রাজশাহী জেলার বাগমারায় এক কিশোরীকে উত্ত্যক্ত করায় দুই যুবকে
শাস্তি দেন, সাজেদুর রহমান (২৮) এরই জেরে তাকে প্রান হারাতে হলো । মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাজেদুর রহমান বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের বিলবাড়ি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এর আগে গত ৯ অক্টোবর উপজেলার রাঘোপাড়ায় হামলার শিকার হন সাজেদুর রহমান। এরপর থেকেই রামেক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এলাকাবাসী জানান, গত ৬ অক্টোবর একই ইউনিয়নের বারইপাড়ায় বউভাতের অনুষ্ঠানে বখাটে কিশোরদের উত্ত্যক্তের শিকার হয় এক কিশোরী। ওই সময় উত্ত্যক্তকারী দুই কিশোরকে ধরে শাস্তি দেন সাজেদুর রহমান। এতেই ক্ষিপ্ত হয়ে বখাটের দল ৯ অক্টোবর বাইগাছা এলাকায় আকাশ হোসেনের ওপর হামলা চালায়। এ ঘটনায় উপজেলার রাঘোপাড়ায় বারইপাড়া ও বিলবাড়ি গ্রামের তরুণ-যুবকদের সংঘর্ষ হয়। এতে আহত হন সাজেদুর রহমানসহ অন্তত ১০ জন।
এ বিষয়ে বাগমারা থানার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, শরীর ও মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন সাজেদুর। মঙ্গলবার সন্ধ্যায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পরিবার। পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।