মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় এআইএফ-২ উপ-প্রকল্পের অধীনে সিআইজি সদস্যদের মাঝে ছাগল,পাঠা ও মাচা বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর বুধবার বেলা ১১ টায় প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ
জোহরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন .কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা রোকোনুজ্জামান তালুকদার , সমবায় অফিসার আন্জুমান আরা খাতুন , মৎস্য অফিসার রফিকুল ইসলাম ও প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার কুতুবে রাব্বানী প্রমূখ। শেষে উপজেলার ৬০ জন সিআইজি সদস্যের মাঝে ১২০ ছাগল, পাঠা ও ৬০ মাচা বিতরণ করা হয় ।