র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি
আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদর থানার একজন কিশোরী ধর্ষণ মামলার মূল আসামী মোঃ নজরুল ইসলাম (৫০)কে গ্ৰেফতার করেছে র্যাব।র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শিশু ধর্ষন মামলার ওই আসামি দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় গোপনে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ
আভিযানিক দল ১১/১০/২২ তারিখ রাতে অভিযান চালিয়ে পঞ্চগড়ের মোঃ নজরুল ইসলাম (৫০)কে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, পঞ্চগড়ের সদর থানাধীন ১৩ বছরের নাবালিকার পরিবার অত্যন্ত হতদরিদ্র।এই সুযোগকে কাজে লাগিয়ে ভিকটিমের পিতা-মাতার অবর্তমানে ধৃত আসামী মোঃ নজরুল ইসলাম (৫০), পঞ্চগড় সদর থানার খেকিপাড়ার ভিকটিম নাবালিকা(১৩)কে টাকা পয়সা, খাবার, কাপড় ইত্যাদির লোভ দেখিয়ে ফুসলিয়ে গত ১৫/০৩/২২ ইং তারিখে জোর পূর্বক ধর্ষণ করে।উক্ত ধর্ষণের কথা লোকজন জানালে হত্যার ভয় দেখিয়ে
পরবর্তীতে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে।ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে
ভিকটিমের পিতামাতা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক
জানায় ভিকটিম সন্তানসম্ভবা।উক্ত ঘটনাটি এলাকায় জানাজানি হলে আসামী পক্ষ টাকা পয়সার বিনিময়ে গর্ভের সন্তান নষ্ট করা সহ ঘটনাটি আপোষ মিমাংশা করার জন্য চাঁপ দিতে থাকলে ভিকটিমের মাতা বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় মামলা দায়ের করে।ধর্ষক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপ্তগোপনে অবস্থান করতে থাকে।ওই ঘটনার প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সর্বশেষ ১১/১০/২২ ইং তারিখ রাতে ধর্ষণ মামলার
মূল আসামীকে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী নাবালিকা ভিকটিমকে
একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছে।গ্রেফতারকৃত আসামী কে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।