আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে অবকাঠামো উন্নয়ন উপ- প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিক বেঞ্চ বিতরণ কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা তিনটার দিকে ফুড গোডাউন চত্বরে প্লাস্টিক বেঞ্চ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, ইউ ডি এফ এনায়েত উল্লাহ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বেলগাছের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। তা ছাড়াও সবায় উপজেলার ৩৬ টা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্স জাইকা সহযোগিতায় উপজেলার ৩৬ টা বিদ্যালয়ের মধ্যে ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মোট ৩৬টি বিদ্যালয়ের মধ্যে প্রত্যেক বিদ্যালয়ে ১৬ জোড়া করে মোট ৫৭৬ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর ....