কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের ৩৫ নং স্বর্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর পক্ষে শাহিন রহমান গত ২ অক্টোবর কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস বরাবর প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি কামরুজ্জামান রতন এর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ.এস.এম কামরুজ্জামান কে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার সরেজমিনে স্কুলে এসে প্রাথমিক তদন্ত শেষে অভিযোগ সম্পর্কে উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ.এসএম কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ের একটি পুকুর লিজ সহ যে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে সে গুলো প্রাথমিক তদন্তে প্রমান পাওয়া গেছে। তবে পুর্নাঙ্গ শেষে বিস্তারিত জানাবো।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয় অত্য বিদ্যালয়ের একটা পুকুর আছে সেই পুকুর থেকে যা আয় হয় সেটা বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক বিদ্যালয়ের যায় ব্যায়ে যোগ করেন না আরো উল্লেখ করা হয় প্রধান শিক্ষক সরকারি নীতিমালা তোয়াক্কা না করে বিদ্যালয় পরিচালনা করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা। একটি আধাপাকা টিন সেট ভবনের পিলার ভেঙ্গে পড়ে যাচ্ছে। টিনের চালার অবস্থা খুব খারাপ। বিদ্যালয়ের কোচি শিক্ষার্থীরা জরাজীর্ণ ভবনে জীবনের ঝুকি নিয়ে পড়াশোনা করছে।
তবে অভিযুক্ত প্রধান শিক্ষক ও সভাপতি তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন। অন্যদিকে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি সিন্ডিকেট করে বিদ্যালয়ের কোন উন্নতি না করে তাদের নিজের আখের গুছিয়ে নিয়েছেন। স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে প্রমানিত হলে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির কঠিন বিচার দাবি করেন।