দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের কল্যাণী ফ্রেন্ডস্ ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে লাটেরহাট ফুটবল একাডেমিকে ০-৩ গোলে হারিয়ে গড়ফতু উদয়ন ক্লাব চ্যাম্পিয়ন হন। শেষে নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য রোকনুজ্জামান বিপ্লব, সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ খালেক সরকার, ইউপি সদস্য রুবেল ইসলাম, উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, উপজেলা রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোনায়েম মিঞা। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে প্রাইজ মানি তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।