নারী মুক্ত কন্ঠ সমাজ কল্যাণ সংস্থা(NGO)এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ। শনিবার ৮ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটশ্যামগঞ্জ “নারী মুক্ত কন্ঠ কল্যাণ সংস্থার”কার্যালয় চত্বরে ওই NGO আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কহিনুর আক্তার তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন (কবি)সুলতান আহম্মেদ সোনা নির্বাহী সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক বজ্রকথা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন,৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রানীগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মাহবুব আলম,সাংবাদিকগন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক (কবি) সুলতান আহম্মেদ সোনা বলেন, আজকে যে নারী বান্ধব সংগঠন”নারী মুক্ত কন্ঠ সমাজ কল্যাণ সংস্থার”উদ্বোধন হচ্ছে এই NGO একদিন এলাকার সকল নারীরা এই এনজিও থেকে লোন নিয়ে বিভিন্ন কর্মজীবী হবে এবং এলাকার গরীব দুঃস্থ মানুষের জন্য কল্যাণকর হয়ে উঠবে।
অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে ওই NGO সংস্থার শুভ উদ্বোধন ঘোষণা করা হয।