আলমডাঙ্গায় টিচ ভিশন আইটি ইন্সটিটিউট স্বপ্ন যাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বোল্ড ইওর টেস্ট ক্যারিয়ার।এটি মূলত স্বপ্ন পুরুণের লক্ষ্যে ফ্রিল্যান্সিং-এ স্মার্ট ক্যারিয়ার গড়ে, ঘরে বসে আয়ের সু-ব্যবস্থা করণ।এর বৈশিষ্ট্য হলো,দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্সার দ্বারা প্রশিক্ষণের সুব্যবস্থা, প্রজেক্টের মাধ্যমে পাঠদান, মেয়েদের জন্য আলাদা ব্যাচ,সুসজ্জিত কম্পিউটার ল্যাব,লাইফটাইম মেম্বরশিপ কার্ড, সনদ প্রদান,চাকরি জীবিদের শুক্র ও শনিবার বিশেষ ক্লাস।৬ অক্টোবর সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করে জাবের ইসলাম, দেশাত্ববোধক গান করে রাতুল ইসলাম। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নতুন ব্যাচের সকলকে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করা হয়। টিচ ভিশন আইটি ইন্সটিটিউট স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বিএসসি (এমআইইউ,ঢাকা)এন্ড এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার বৈদ্যানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সভাপতি শিক্ষক এম.জামিরুল ইসলাম খান জামিল। তিনি বলেন,আলমডাঙ্গার মানুষ ঢাকায় গিয়ে এসব প্রশিক্ষণ নেন।আর এখন থেকে আলমডাঙ্গায় শিখতে পারবেন। আমাদের জীবনকে সাফল্যের দিকে নিতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে এগিয়ে যেতে হবে। তবে আগ্রহ, মনোবল আর চেষ্টা থাকলেই স্বপ্ন বাস্তবে পরিণত হবে।এ জন্য দরকার বেশি বেশি প্রশিক্ষণ। আসুন আমরা সকলে এ দেশটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারি।আয়রোজগারে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলাম জামিল,সেলিম রেজা,উম্মে কুলসুম তিশা। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ, রুহান,জেসমিন, লিমন,কাফি রাশেদ,কনা,তরিকুল, ফাতেমা, রাকিবুল,নাহিদ,ইব্রাহিম, মাহফুজ, হাসান,আশরাফুল, ইখলাস, মানিক,নিশি নিপা,আয়েশা, আনিশা,রতনা,লিজন, আজহারুল ইসলাম খান রাতুল,রজনী, চাঁদনি,তানিয়া,তিশা,সুমন,তন্ময়, সুয়াইব,সাগর, নিশান,ফারহান,নাইম,,ইমন,দিনা,সানজিদা, জুই,রাবিয়া,তাসফি,আদিল,ইমরান, প্রথমা,লিখন,তরুন,হৃদয়, জুবায়ের, সিয়সম,রিয়া,রুমি,আফরোজা, সিমা,সজিব,আজাবুল,নয়ন,সোহেল,আসাদ,সান্ত্বনা, রিমা,রাব্বি, আশিক,শাফিক,আরাফাত,রানি,রিতু,নিশান,