বাঁশখালী উপজেলার বহুল আলোচিত চাম্বল ইউপি’র নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। নিরাপদে ও নির্ভীঘ্নে প্রচার প্রচারণা ও সুষ্ঠ নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ চেয়ে চাম্বল ইউপি’র চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল কাদের চৌধুরী এর বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন আসন্ন চাম্বল ইউপির আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী (স্বতন্ত্র) ফজলুল কাদের চৌধুরী।
রোববার (৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচনের পরিবেশ নিয়ে আশংকা প্রকাশ করে সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, ‘ক্ষমতাসীন নৌকা প্রতীকের দলীয় প্রার্থী সাধারণ ভোটারদের বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করে আরো বলেন, ‘নির্বাচনের দিন দলীয় প্রার্থী বহিরাগত সন্ত্রাসী এনে কেন্দ্র দখলেরও চেস্টা করবে বলে নির্ভরযোগ্য সূত্রে শুনা যাচ্ছে। বিশেষ করে এ ইউপি’র ২ নম্বর ওয়ার্ড পশ্চিম চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ড চাম্বল উচ্চ বিদ্যালয়, ৮ নম্বর ওয়ার্ড উত্তর চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অতীব ঝুঁকিপুর্ন জানিয়ে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল কাদের চৌধুরী সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচনের জন্য প্রশাসনের উচ্চ মহলের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।’
‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পারলে, নির্বাচনী সুষ্ঠ পরিবেশ বজায় থাকলে অানারস প্রতীক নিয়ে আমি বিপুল ভোটে জয়ী হবো। এ কারণে দলীয় প্রার্থী ইতোমধ্যে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে জনমনে আতংক সৃষ্টি করছে বলে দাবী তার।’
সাংবাদিকদের তিনি জানান, ‘দলীয় প্রার্থী ইভিএম ভোট কে প্রশ্নবিদ্ধ করে তীর্যক বক্তব্য দিয়ে দেশজুড়ে সমালোচিত হয়েছেন। যার দরুণ উপজেলা নির্বচন কর্মকর্তা বাদী হয়ে তার বিরোদ্ধে মামলা দায়ের করেন। আমার প্রতিপক্ষ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী নিজের অবস্থান তলানীতে জানতে পেরে আমার কর্মীদের ডেকে নিয়ে হুমকী-ধমকী দিয়ে যাচ্ছেন। ভোটের পরিবেশ নষ্ট করতে এসব করছেন তিনি। ভোট কেন্দ্র দখল করে, ত্রাস সৃষ্টি করে চেয়ারম্যান হওয়ার নেশায় আমাদের নেতাকর্মীদেরকে হুমকী দিয়ে যাচ্ছেন।’
অভিযোগ করে তিনি আরো বলেন, ‘সরকার আমাদের, এমপি আমাদের চেয়ারম্যান আমিই হবো।জনগণকে ভয় পেয়ে প্রতিপক্ষ প্রার্থী প্রশাসনকে ব্যবহার করে বিজয়ী হতে চায়। যত চেষ্টা করা হোক তিনি মাঠ ছাড়বেন না বলেও জানান। চাম্বলে অবাধ, নিরাপদ ও নির্ভীঘ্নে যাহাতে সুষ্ঠ নির্বাচন হয় তার জন্য তিনি প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে এ সময় সর্বস্তরের নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।