‘ম্লান করলে রাতের আলো পাখিরা থাকবে আরো ভালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বাঁশখালী ইকোপার্কের হলরুমে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা
রফিকুল ইসলাম চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের বিভাগীয় বনকর্মকর্তা মো. আব্দুর রহমান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য, নুর জাহান বেগম, শীলকূপ ইউপি’র চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, জলদী সহ ব্যবস্থপনা কমিটির সভাপতি মো. হামিদ উল্লাহ হামিদ, সহ-সভাপতি মাওলানা আক্তার হোসেন, জলদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ প্রমূখ।
এ সময় অতিথিরা বলেন- ‘পরিযায়ী পাখিদের আগে অতিথি পাখি বলা হতো। নিবিড় গবেষণায় দেখা গেছে এরা অতিথি পাখি নয়। বরং তারা যে দেশে যায় সে দেশে ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে বাচ্চা হওয়া পর্যন্ত বাস করে। অর্থাৎ বছরের বেশ কয়েক মাস তারা ভিন দেশে বাস করে। পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৌন্দর্য বাড়ায়। তাই পাখিকে রক্ষা করা সব মানুষেরই দায়িত্ব।