রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বিদেশে পাঠানোর নামে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেয়া মানবপাচারকারী ও প্রতারক চক্রের মূলহোতা ও তার প্রধান সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
বহুসংখ্যক ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে যে, রাজধানীর শান্তিনগর এলাকায় একটি মানবপাচারকারী চক্রের সদস্যরা ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকুরী দেয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক নীরিহ, দরিদ্র বেকার যুবকদের নিকট হতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে সর্বশান্ত করছে এবং বিদেশে গিয়ে তারা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এরকম কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
ভিক্টিমদের অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ০৬ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানবপাচার ও প্রতারক চক্রের মূলহোতা ১। মাহবুব উল হাসান (৫০), পিতা-মৃত ময়ানউদ্দীন সরকার, সাং-কাজীপুরা, থানা-কামারগঞ্জ, জেলা-সিরাজগঞ্জ এবং ২। মাহমুদ করিম (৩৬), পিতা- মোঃ ছাইফুল ইসলাম, সাং-চন্ডিপুর মিশন হাসপাতালা মোড়, থানা-রাজপাড়া, জেলা-রাজশাহীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের হেফাজত হতে ৫২১ টি পাসপোর্ট, বিদেশে চাকুরীর জন্য তৈরীকৃত ভ‚য়া কোর্সের সনদ ৬৫ টি, ভ‚য়া মেডিকেল সার্টিফিকেট ৩০০ টি, ভ‚য়া কোভিড ভ্যাক্সিনেশন সার্টিফিকেট ২২৫ টি, সৌদি, ইরাক, কুয়েত, দুবাই, রোমানিয়া, কানাডা এবং কম্বোডিয়ায় চাকরীর ভ‚য়া চুক্তিপত্র, ভ‚য়া মেডিকেল সার্টিফিকেট, টাকা গ্রহণ রেজিস্টার ০৩ টি, পুলিশ ক্লিয়ারেন্স ১৫ টি, রোমানিয়ান জাল ভিসা ০৭ টি, জাল কাগজ পত্র তৈরীর কাজে ব্যবহৃত মনিটর, সিপিইউ, কী বোর্ড, মাউস, স্ক্যানার এবং প্রিন্টার উদ্ধার করা হয়।
এ জাতীয় আরো খবর ....