মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সাথে গলায় রশি পেছিয়ে ফাঁস দিয়ে কৃত্তিবাস রবিদাস (৫০) নামে এক চা শ্রমিক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোরবেলা উপজেলার মাধবপুরের শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত কৃত্তিবাস রবিদাস একই বাগানের মৃত রাম প্রসাদ রবিদাসের ছেলে। ও চার সন্তানের জনক। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে বাগানে এ আত্মহত্যার ঘটনা নিয়ে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, রাতের খাবার শেষ করে পরিবারের সবাই ঘুমিয়ে পরে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে কৃত্তিবাসের স্ত্রী রেখা রবিদাস গরু বের করতে গেলে গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে বসা অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি স্থানীয় ইউপি ইউপি চেয়ারম্যান আসিদ আলী ও পুলিশকে জানালে চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশ মরদেহের সুরতহাল তৈরী করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘আত্মহত্যার কারণ জানা যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মূল রহস্য উদঘাটন হবে।’
এ জাতীয় আরো খবর ....