আপন মহিমায় উদ্ভাসিত হোক সম্ভাবনাময় আগামী এ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল এ চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, ইব্রাহীম মেমোরিয়াল ফাউন্ডেশন সভাপতি এ্যাড. মোঃ হামিদুল ইসলাম, পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগামার আফসানা হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। এসময় মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া ও ইয়াসমিন সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৬৭ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
এ জাতীয় আরো খবর ....