আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের উদ্যোগে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত আর্থিক অনুদান এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকাল ১১ টার দিকে সমাজসেবা চত্বরে
জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত আর্থিক অনুদান এবং ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ৪ জন ভিক্ষুককে ৪টি গরু, ১ জনকে পাখি ভ্যান, ২ জনকে ৩ হাজার ও ২২ জন কে ২ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সমাজ সেবা কর্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকী সোহেলী রসিদ। আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা পরিচানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন,চুয়াডাঙ্গা জেলা সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি মুন্সী আলমগীর হান্নান,জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নার আখিঁ।এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,সাধারন সম্পাদক ইয়াকুব আলি মাস্টার,পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন,যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাহাব উদ্দিন,কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু,জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন প্রমুখ।