মৌলভীবাজারে মাসব্যাপী তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। ৫ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া মেলায় শত কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ী ও আয়োজকদের।
বৃহস্পতিবার বাংলাদেশ ইউভার্স প্রডাক্ট এন্ড ম্যানু: বিজনেস এসোসিয়েশন এর আয়োজনে মৌলভীবাজার সরকারী স্কুল মাঠে দুপুর ১ টায় মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আক্তার এর সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচানায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মো: সালাহ উদ্দিন, মেলা পরিচালনা কমিটির আহবায়ক ওয়াহিদুল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও অপরাধ) আবু মো: নাসের রিকাবদার। মেলায় বিনোদনের জন্য নাগর দোলা, নৌকাসহ কয়েকটি আইটেম রয়েছে।
এছাড়াও শিশুদের বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে।
মেলায় ৭০ টি স্টল রয়েছে। মেলা চলবে পুরো এক মাস। মেলায় আগত ব্যবসায়ীরা মনে করেন তাদের ভালো ব্যবসা হবে। মেলার আয়োজকরাও আশাবাদী ব্যবসায়ীরা ভালো লাভবান হবে।
এ জাতীয় আরো খবর ....