মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মেয়ে শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
ঘটনাটি বুধবার (৫ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের জুড়ী-ফুলতলা সড়কের উত্তর বড়ডহর এলাকায় ঘটেছে।
জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের বাসিন্দা পোস্ট মাস্টার দুদু মিয়া সিএনজি চালিত অটোরিকশাযোগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার সুজানগর শ্বশুরবাড়ি থেকে বাড়ি যাচ্ছিলেন। উত্তর বড়ডহর এলাকায় পৌঁছামাত্র অটোরিকশার সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুদু মিয়ার মেয়ে ইসরাত জাহান তায়বাকে (৬) মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- দুদু মিয়া, সামিয়া আক্তার, সিএনজি চালক হোসেন আহমদ (২২), মোটরসাইকেল চালক ইদ্রিস আলী (৩৮), আল আমিন (৩৫)।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, অটোরিকশা উল্টে শিশু ইসরাতের মৃত্যু ঘটেছে। তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর ....