র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোরঢ় পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ৮টা৩০ মিনিটের সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন গান্না বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চেক জালিয়াতি মামলায় ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত এবং ১৩,৮০,০০০(তের লক্ষ আশি হাজার) টাকা অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ বিল্লাল হোসেন(৩৫), সাং-গান্না, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।