চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ রায়পুর-বালিহুদা সড়কে মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাদক ও বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বালিহুদা আলমপাড়া রাস্তায় বটতলা নামক স্থানে মিঠুন হোসেন(২১) নামের একজন মোটর সাইকেল আরোহীকে গ্রেফতার করেন। এ সময় পুলিশ তার নিকট থেকে ভারত হতে আমদানি নিষিদ্ধ ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পুলিশ ফেনসিডিল ও আরটিআর মোটরসাইকেল জব্দ করেন। মিঠুন হোসেন উপজেলার রায়পুর কামারপাড়ার আব্দুল আলিমের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, গ্রেফতারকৃত মিঠুন হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। তিনি আরো বলেন,জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের দিক নির্দেশনা মোতাবেক জীবননগর উপজেলাকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে পুলিশের সকল ইউনিটের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।