চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কে পাখভ্যিানরে যাত্রী মায়ের কোল থেকে
ছিঁটকে পড়ে মায়রে সামনেই মারা গেল আট মাসরে শিশু সন্তান আব্দুর রহমান।
র্বতমানে মায়ের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাটি বুধবার সকাল সাড়ে ৯ টার দকিে
সংঘটিত হয়ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়ছে।
নিহতের পারবিারকি সুত্র জানায়,জীবননগর শহরের শাপলাকলপিাড়ার রুবেল হোসনের
স্ত্রী শান্তা খাতুন(২০) বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তার ৮ মাস বয়সের
একমাত্র শিশু সন্তান আব্দুর রহমানকে নিয়ে একটি পাখিভ্যান যোগে পিতার বাড়ী
পুরাতন তেতুলিয়াল যাচ্ছিলেন পথিমধ্যে হঠাৎ জনৈক হাতমে আলীর চাতাল সংলগ্ন
রাস্তায় ভ্যানেরএকটি চাঁকা খুলে ভ্যানটি বপিরীত অপর একটি ভ্যানরে সাথে
ধাক্কা লাগে। এ সময় গৃহবধু শান্তা ও তার ছেলেআব্দুর রহমান রাস্তায়
ছিঁটকে পড়ে যায়। এতে আব্দুর রহমানরে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে
ঘটনাস্থলইে মারা যায়। এ সময় পথচাররিা শিশু আব্দুর রহমান ও মা শান্তা
খাতুনকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে র্কতব্যরত চিকিৎসক শিশু
আব্দুর রহমানকে মৃত্যু ঘোষনা করনে। র্বতমানে গৃহবধুর শান্তার অবস্থা
আশঙ্কাজনক।
জীবননগর উপজলো স্বাস্থ্য কমপ্লক্য্রেরে আবাসিক মেডেকেল অফিসার
ডা.মোস্তাফজিুর রহমান সুজন বলেন,শিশু আব্দুর রহমান ঘটনাস্থলইে মারা যায়
এবং তার মা গৃহবধু শান্তার অবস্থা আশঙ্কাজনক।
জীবননগর থানার অফসিার ইনর্চাজ আব্দুল খালকে ঘটনার বষিয়টি নিশ্চিত করে
বলেন,ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।