র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ০১ অক্টোবর ২০২২ তারিখ রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির ০১নং ও ০২নং ইয়ার্ড থেকে কিছু কপার বৈদ্যুতিক তার কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক বাজার মূল্য ২,৩২,৫০০/- (দুইলক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকা। পরবর্তীতে উক্ত কোম্পানিতে কর্মরত জেরিন সিকিউরিটি সার্ভিস লিঃ এর অপারেশন ম্যানেজার অধিনায়ক, র্যাব-৬, খুলনা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৬, খুলনার সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩ অক্টোবর ২০২২ তারিখ অনুমানিক১২ টা৫০ মিনিটের সময় র্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন তমা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা ১। মোঃ মনিরুজ্জামান ওরফে জামাল শেখ(৫৮), সাং-কাপাসডাঙ্গা, এপি সাং-মানিক নগর সহ আসামী ২। মোঃ ফরিদ শেখ(৪৫), ৩। আল-আমিন শেখ(২৪), উভয় সাং-আদাঘাট, সর্ব থানা-রামপাল, জেলা- বাগেরহাটদেরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের হেফাজত হতে হতে চুরি হওয়া ১। বৈদ্যুতিক তার ১৫৫ কেজি ও ০২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেরিন সিকিউরিটি সার্ভিস লিঃ এর অপারেশন ম্যানেজার র্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় একটি নিয়মিত মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।