র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ০৪ অক্টোবর ২০২২ তারিখ র্যাব-৬ সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার সদর থানাধীন বারাকপুর এলাকায় একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত লাইসেন্স না থাকা সত্ত্বেও সার, কীটনাশকসহ অন্যান্য কৃষি পন্য বিপণন করছে এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ন কীটনাশক মজুদ করে রেখেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ ১১.০০ ঘটিকা হতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাগেরহাটের সমন্বয়ে উক্তস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় মেসার্স জামান কৃষি বিতানকে লাইসেন্সবিহীন ৫৬০ লিটার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক (যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা) মজুদ রাখার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) এর (ক) (ঘ) (ঙ) ও (চ) ধারায় প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী ১। আল আমিন শেখ (৬৮), সাং-বারাকপুর, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। পরিবেশের ক্ষতির কথা বিবেচনা করে উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ঘটনাস্থলে ধ্বংস না করে স্ব-স্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বান্ধব উপায়ে ধ্বংস করার জন্য ফেরত পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়।
জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়।