1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মাওলানা আব্দুল মালিক সাতাইনি রহ. এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার সম্পন্ন 

আবু তালহা তোফায়েলঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১১৮ বার নিউজটি পড়া হয়েছে
২সেপ্টেম্বর (রবিবার) বিকাল ২টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে দারুসসালাম ও দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার মুহাদ্দিস, করিমিয়া বেসরকারী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব ও তাবলীগ জামাতের জিম্মাদার বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আব্দুল মালিক সাতাইনি রহ. এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
দারুসসালাম লাফনাউট মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ির সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, দারুসসালাম লাফনাউট মাদ্রাসার মুহতামিম খলিফায়ে ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক চাক্তা, হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদীস আব্দুল কাদির বাগেরখালি, কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস আহমদ আলী চিল্লা, জাতুগ্রাম মাদ্রাসার শায়খুল হাদীস রুহুল আমিন আস’আদী, মাওলানা ফখরুল ইসলাম, সাহেবজাদায়ে আব্দুল মালিক মাওলানা হিফজুর রহমান, মাওলানা জামাল উদ্দিন হাতিরপাড়ি, জামাল উদ্দিন চিল্লা, ক্বারি ফয়সাল আহমদ, ক্বারি আইয়্যুবুর রহমান, মাওলানা আবুবকর, মাওলানা ফয়জুল্লাহ শাহিন, মাওলানা আবুল হাসানাত প্রমুখ।
বক্তারা বলেন মাওলানা আব্দুল মালিক সাতাইনি ছিলেন মুখলিছ, নিরহংকারী ও জ্ঞান পিপাসু একজন ব্যাক্তি। তিনি জীবনের সর্বশেষ দিন পর্যন্ত ইলমে হাদীসের দরস ও খেদমত করে গেছেন। একাধিক দায়িত্ব আঞ্জাম দিয়েছেন আমানতদারীর সাথে। আল্লামা ছত্রপুরি রহ. এর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। ইলমে ও আমলে অনেক উঁচু পর্যায়ে ছিলেন। তাঁর জানাজাই প্রমাণ করে তিনি একজন আল্লাহ প্রিয় বান্দা ছিলেন।
পরিশেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন শায়খুল হাদীস মাহমুদুল হাসান রায়গড়ি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel