রাজশাহীর পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আরিফ সাদাত সভাপতি ও দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি আরিফুল হক রুবেল মাস্টারকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন এ কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক (দৈনিক উপচার), সহ-সভাপতি ইকবালুল বাসার খান ইলু (রাজশাহীর সময়), যুগ্ম সাধারণ সম্পাদক-১ আজহারুল ইসলাম বুলবুল (দৈনিক বিজনেস বাংলাদেশ), যুগ্ন সাধারণ সম্পাদক-২ মনিরুল ইসলাম সাগর (প্রসঙ্গ নিউজ), সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সনি (দৈনিক বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক শাহ সোহানুর রহমান ( দৈনিক নববানী), নির্বাহী সদস্য গোলাম রাব্বানী (দৈনিক প্রান্তজন), শাহাদত হোসেন (সাপ্তাহিক অগ্রযাত্রা), মনি রহমান (অলনিউজ বিডি ডট কম), এম রবিউল ইসলাম (দৈনিক বিজয়), বদিউজ্জামান (সকালের শিরোনাম)।
এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।