দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন।তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে তিনি এভাবে কোথাও পরিচয় দেন নাই যে তিনি বাংলাদেশের প্রধান মন্ত্রীর মেয়ে। তিনি একজন সায়মা ওয়াজেদ পুতুল আমাদের গর্বের।একজন বাঙ্গালীর সন্তান হিসাবে পুরো বিশ্বের দরবারে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন তিনি।উপরোক্ত কথাগুলি তিনি বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী প্রবীণ ও মাদকসেবী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং অধিকার বিষয়ক
সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন। কারিতাস
দিনাজপুর অঞ্চলের আয়োজনে ও ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোপারেশন এন্ড ডেভেলপমেন্ট জার্মানীর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপত্বি করেন কারিতাস দিনাজপুর অঞ্চলের পরিচালক রঞ্জন জন পাল রোজারিও। বিশেষ
অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম ও
উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিতাসের কর্মকর্তা উজ্জল এক্কা উপকারভোগী দলের সদস্য মতলুবুর রহমান ও কাজলী খাতুন।সভায় উপজেলার কুশদহ ইউনিয়নের প্রতিবন্ধী প্রবীণ ও যুবক-যুবতী ২০০ জন অংশ গ্রহন করেন। সভাশেষে ৩ জন কলেজ শিক্ষার্থীকে ২৩৫০ টাকা ও ৪ জন স্কুল শিক্ষার্থীকে ১২৫০ টাকা করে কারিতাসের পক্ষে প্রধান অতিথি শিক্ষা সহায়তা
প্রদান করেন। এর পূর্বে একটি র্যালি বের করা হয়।
এ জাতীয় আরো খবর ....