নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সাধারণ মানুষদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, আর কত ২ পরিবার, পীর-ধর্মব্যবসায়ী-দুর্নীতিবাজদের গোলামী করবেন? এবার জঘণ্য-নির্মমতার রাজনীতি থেকে ফিরে আসুন। তা না হলে এরা আমাদের নারীদেরকে পতিতা আর পুরুষদেরকে খুনি-ধর্ষক-দুর্নীতিবাজ বানানোর রাজনীতির মাধ্যমে ধর্ম-মানবতা-শিক্ষা-সভ্যতাকে ধ্বংস করে দেবে।
২৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে পটুয়াখালী জেলা কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত এক মত বিনিময়সভায় উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
মোমিন মেহেদী এসময় আরো বলেন, দেশের মানুষ যদি জেগে ওঠে অপরাধ-দুর্নীতিরোধ হবে, অতএব, বাংলাদেশের প্রতিটি মানুষের উচিৎ দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থেকে অতিতের পরিবারতান্ত্রিক-ধর্ম ভিত্তিক এবং দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদেরকে ‘না’ বলে লোভ মোহহীন নিবেদিত থাকা দেশপ্রেমিকদের রাজনৈতিক বলয়ে যুক্ত হওয়া। আর সেই ধারাবাহিকতায় একমাত্র তৃণমূলের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দেয়াই হবে বুদ্ধিমান নিরন্তর রাজনীতিকদের অন্যতম নৈতিক দায়িত্ব।