এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভা এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ২২.২০ ঘটিকার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভার কাগজপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মহসিন কবির(১৯), সাং-গাতিপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ হেফাজত হতে নেশা জাতীয় মাদকদ্রব্য Tapentadol Tablet ৮০০(আটশত) পিচ, ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।