মৌলভীবাজারে কেক কাটা, দোয়া মাহফিল ও খাদ্য সহায়তা বিতরণের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ,যুবলীগ ও দলের অঙ্গসংগঠনের আয়োজনে মৌলভীবাজার পৌরসভার মুক্তমঞ্চে মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন করেন।
পরে জেলা আওয়ামীলীগ ৫শত হতদরিদ্র মানুষের মধ্যে পাঁচ কেজি করে চাল বিতরণ ও জেলা পরিষদের সহযোগিতায় আটজন প্রতিবন্ধীকে আটটি হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া আরও ৩শত গরিব মানুষকে খাবার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনি সম্পাদক এড.রাধা পদ দেব সজল,যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ জেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী।
এ জাতীয় আরো খবর ....