সাতক্ষীরা সদরের কদমতলা বাজার সংলগ্ন কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মনিরুল ইসলাম।
২৮শে সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় অত্র স্কুলের এডহক কমিটির সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে মাষ্টার মনিরুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বুধবার সকাল ১১ টায় কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য আন্তাজুল ইসলামের সমর্থনে এবং উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে মাষ্টার মনিরুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত করা হয়।
নব -নির্বাচিত সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম বলেন, তিনি কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।