প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জেলা তাঁতীলীগের আয়োজনে আলোচনাসভা,কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি জাবেদ হাসান টিপু, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সদর ও পৌর তাঁতলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ। পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা যুবলীগ নেতা হাসান ইমামসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর ....