চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন পূজামন্ডপ ২৭.০৯.২০২২ খ্রিঃ তারিখে সরেজমিনে পরিদর্শন করেছেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি।’
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১২০টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি পূজামন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করবেন।
উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা, মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা সহ বিট অফিসারবৃন্দ।